মেঘনা চট্টোপাধ্যায়


বশ্যতা
অনেক করেছো তুমি,
চেষ্টায় ত্রুটি তো ছিলোনা।
শেকলে বেঁধেছো ডানা, 
নিজহাতে খাইয়েছো দানা।
দিবারাত্র হরেকৃষ্ণ বুলি 
আউড়েছো। আমি তো গোঁয়ার 
তাই শিখিনি কিছুই- 
সে তোমার দোষ নয়। 
বিদ্যেবুদ্ধি, পুণ্যফল,যশ
নিজদোষে সঞ্চয় হলোনা!
গঙ্গার চরায় শীতপাখি
ঝাঁকে ঝাঁকে রোদ্দুর পোহায়। 
পাল্কির আবডাল থেকে 
দেখেছি অবাধ্য চোখে,
আঙুলে ছুঁয়েছি তার বালি।
মন আর মন নেই - 
জ্যোৎস্না মাখা পাখির পালক।
উড়ে গেলো  মধ্যরাত্রে
মায়াবী রূপোর বালিচরে।
ভেবোনা। পাখির মতো
বাসাতেই ফিরে আসবো
ঘরে ঘরে সন্ধ্যে নেমে এলে।
মসলিনে গয়না এঁটে, 
মুখ ঢেকে বিলাসী ঘোমটায়,
আর আমি ছলনায় 
অবশ করবোনা দুটো ডানা।
পোষমানা হলো না কখনো
সে দোষ তোমার নয়-  
সে কথা কি কারোর অজানা?

মন্তব্যসমূহ

  1. মন আর মন নেই /জ‍্যোৎস্না মাখা পাখির পালক......এই কবিতা আমার মনের কথাও বলে।এ কবিতা তাই আমার প্রাণের।অপূর্ব

    উত্তরমুছুন
  2. এটা একটা খুব শক্তিশালী কবিতা বলে আমার মনে হয়েছে। প্রবল নির্মাণ কৌশল। কোনো দুর্বল লাইন, শব্দ নেই। ভাবনায় টাইট ও এককেন্দ্রিক। বেস্ট উইশেষ মেঘনা। এত ভালো কবিতাটি সবাই পড়ুক। সফল হোক লেখাটার বস্তু।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এতো ভালো বিশ্লে..... তাও আবার আমার কবিতার !!! আপ্লুত হলাম

      মুছুন
  3. তুমি তো গোঁয়ার তাই শেখা নয় কবিতায় নিজস্ব জোয়ার

    উত্তরমুছুন
  4. অপূর্ব লেখা!!ঝরঝরে,নিপাট...আদর নিও।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য