শুভঙ্কর চট্টোপাধ্যায়

।। লকডাউনের ডায়েরি ।।

একসঙ্গে রাত জাগি,সকলেই একা-
প্রত্যেকেই ছায়াযুদ্ধে,শত্রুও অদেখা,
জেগেও ঘুমোচ্ছে যারা,ঘুম নিচ্ছে কেড়ে,
পথে নামছে অকারণে নির্বাসন ছেড়ে
হয়তো ভাবছে শুধু সে'ই বেঁচে যাবে,
লাশের পাহাড়ে বসে রাজত্ব চালাবে-
সোচ্চারে হুকুম দেবে মৃত প্রজাদের,
হঠাৎ দেখবে মুখ নিজেই নিজের
অজস্র শবের মাঝে দেহখানি তার
পড়ে আছে,কেউ নেই শনাক্ত করার।

এখনই যথেষ্ট দেরি,জেগে উঠলে তবু
আসন্ন বিনাশ থেকে রক্ষা পাবো প্রভু।
আমরা তো সামান্য প্রাণী,দু'কলম লিখে
কিছুই হবে না হয়তো,আশা খুবই ফিকে-
তবুও বিনিদ্র রাতে মনে হয় বলি
হে আমার অতিবোদ্ধা,অসভ্য বাঙালি
ক্ষান্ত হও,ঘরে যাও,এটুকু তো পারো
এতেই মঙ্গল হবে তোমার,আমারও।
তারপর প্রাণে বাঁচলে,সুস্থদেহে নেচো
অজস্র জ্ঞানের ভাণ্ড যথাস্থানে বেচো,
আপাতত গন্তব্য সেচ্ছানির্বাসন,
দূরত্বেই ভালো থাক আত্মীয়স্বজন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য