বিনায়ক বন্দ্যোপাধ্যায়


প্রতিধ্বনি
আগুনে দাও দুধের বাটি, সে হবে ক্ষীর
আমার ছায়ায় উঠবে জেগে তোমার শরীর

তোমার রবিঠাকুর পাবেন
জয়ধ্বনি
তখন আমার অন্ধতাও তো প্রতিধ্বনি
তোমার জিভের পিছু পিছু বেড়ায় ছুটে
ফুলের ভিতর ঘুমিয়ে থাকা সব মুকুটে
আর একটিবার মাথা ঢোকায় সর্বহারা
আকাশ না থাক, তুমি আমার চোখের তারা

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য