তৈমুর খান

  ১
নীল মশারির ভেতর ঘরকন্নার বিছানায়
 _________________________________
সমস্ত সৌভাগ্যগুলি যুবতীনৌকার মতো নেচে ওঠে
এই নদী বিরামহীন স্রোতে ভেসে যায়
সঙ্গমের পাপড়িগুলি তবুও নিরুচ্ছ্বাস
কোনও সামাজিক প্রত্যাশার কাছে
সভ্যতার প্রাচীন দস্তখত রেখে দেয়

কী কথা বলতে গিয়ে বলা হয় না আর
যুবতীনৌকার মতো দুলতে থাকে মন
আর বাঁশির হিল্লোলে সগৌরব কিনারায়
ঘুম ধ্বসে পড়ে
              যুগের বিলাস কেঁপে ওঠে
                      বাঁচা এক অবিচ্ছিন্ন মরমি বিষাদ

কে বুঝবে  ?
বাজনা কি উৎসব চেনে   ?
শুধু নিজের করতলে তালি , নিজে নিজে বাজে
ঐশ্বর্যের চোখে চোখ রেখে সময় শুধু দ্যাখে
                                                চক্ষুদানের বিজ্ঞাপন
পিছল রাস্তায় পড়ে গিয়ে দুর্ভাগ্যের সম্মোহন
                                                      তবুও অটুট হতে চায়
নীল মশারির ভেতর ঘরকন্নার বিছানায় চিররুগী কামিনী ডেকে ওঠে
                                  সমস্ত পুরুষযুগ তাকে আগলায়....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য