মিলন চট্টোপাধ্যায়

ব্ল্যাকারের কবিতা 


#
আমাদের পাড়ায় বলাই সাহা রোজ ভিখারিকে পয়সা দেন
হপ্তায় হপ্তায় লোকনাথ পুজো করেন, প্রসাদ পাঠান বাড়ি বাড়ি।
#
বলাইকে আজকাল বাবু বলতে হয় 
#
বাবু এখন ট্রিপল ফাইভ খান। লোক বুঝে সাধেন।   
জনান্তিকে বলেন  -
'মাসে লাখো কামাই আর দুটো কবিতা লিখতে পারবো না ?
দরকারে লোক রেখে দেব।'   
#
বলাই সাহা বিখ্যাত ব্ল্যাকার। বাবুদের কুখ্যাত বলতে নেই।
#
শুনছি এবারের বইমেলায় ওর বই বেরোচ্ছে।
কবি বলাই সাহার খুরে - 
এখন থেকেই প্রণাম জানাচ্ছে চ্যালাচামুণ্ডা!  
#
দু- এক জায়গা থেকে পুরষ্কার পাওয়াও নিশ্চিত।
#
ঈর্ষায় পুড়ে যাচ্ছি। কিছুই করতে না পেরে অগত্যা
ম্যাক্সিমাম লোককে
            বলাই বলে ডাকছি এখন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য