দেবার্ঘ্য সেন


ঝুলন্ত কথারা


যে কথাগুলো ঝুলছে আকাশ থেকে,

তাতে কোথাও
সুতো বা সুতলি নেই।


ঝুলছে তবু
আকাশের আদরে..

ব্যবিলনের সেই ঝুলন্ত উদ্যান থেকে
যেভাবে শোনা যায় এখনও

বিস্মৃত চিরঘুমের কথা..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য