উপাসনা সরকার
উষ্ণতম দিনে
আদতে হৃদয় বলে কিছু নেই।আছে ধারালো অস্ত্র,শব্দ,তীক্ষ্ণ তপ্ত বাদানুবাদ।
আছে ট্যাবলেট আশ্রয়,গ্রীষ্ম দুপুর।ঘুমন্ত গলি
প্রেসারের সিটি।ভাঙনের সিঁড়ি ছাদ।
সমুদ্র এসে ঘর ভেঙে দেয়।ফের জোড়া লাগাবে
দু হাতে,বুকে নিয়ে ভগ্ন অতীত..
বৃষ্টি এসে দিয়ে যায় চিঠি।ডেকেছিল।তুমি ছিলেনা শহরে,ফাঁকা রাত। বুনেছ শীত।
উষ্ণতম দিন।পার্থক্য বেড়ে গেছে বয়সে,স্মৃতিতে।পাঁচিলের এপারে ওপারে...
বাধ্যতা শুধু বাহানার।ব্যথাও বেইমান নয়।
ফের ফিরে আসে।বাড়ে!!
আদতে হৃদয় বলে কিছু নেই।আছে ধারালো অস্ত্র,শব্দ,তীক্ষ্ণ তপ্ত বাদানুবাদ।
আছে ট্যাবলেট আশ্রয়,গ্রীষ্ম দুপুর।ঘুমন্ত গলি
প্রেসারের সিটি।ভাঙনের সিঁড়ি ছাদ।
সমুদ্র এসে ঘর ভেঙে দেয়।ফের জোড়া লাগাবে
দু হাতে,বুকে নিয়ে ভগ্ন অতীত..
বৃষ্টি এসে দিয়ে যায় চিঠি।ডেকেছিল।তুমি ছিলেনা শহরে,ফাঁকা রাত। বুনেছ শীত।
উষ্ণতম দিন।পার্থক্য বেড়ে গেছে বয়সে,স্মৃতিতে।পাঁচিলের এপারে ওপারে...
বাধ্যতা শুধু বাহানার।ব্যথাও বেইমান নয়।
ফের ফিরে আসে।বাড়ে!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন