কচি রেজা


মেঘ শিরিষের গাছ
উঁকি দিলে দেখা যায় মেঘশিরিষের গাছ ছাড়িয়ে এক আকাশ মেঘ । জলজ    
 নয় যে নামবে। আর এখন শীত, পাতা ঝরাবার কাল। মাঠঘাটের বড়ো আদর।
গতবারের শীতের কথা মনে নেই। মাথাটা যেন তখন দূরের মাঠ আর এক অজানা     ব্যথার মধ্যে এক পথিক যে কেবল মাথার মধ্যে হেঁটেই চলেছে। চলে যাচ্ছে।
অশ্রদ্ধা, অপূণ্যে জীবন আহত , আত্মার কোন কষ্ট নাই , হয়ত আত্মার কষ্ট পাবার বোধই নেই !
তবু এক ধরণের যন্ত্রনা । নিকটে না আসা পথিককে চেনা লাগে। সেই পথিক যেন তুমি। আদর লাগে।
ধানদূর্বার মতন তখন তোমাকে আমার কুড়োতে ইচ্ছে করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য