অর্কজ্যোতি ভট্টাচার্য্য

ঠোঁট
      

তার ঠোঁটের স্পর্শে জেগে ওঠে হায়ারোগ্লিফ লিপি ৷
টুটেনখামেন জানে আর জানে ব্যাবিলনের হামুরাবি ৷
বারবার ছুঁতে চাওয়া আর ছুঁয়ে দেবার মাঝখানে
দাঁড়িয়ে আছে ইতিহাস ৷

যে তার স্বাদ পেয়েছে তার শরীরে একটা গাছ পুঁতে দাও ৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য