অশোক চক্রবর্তী

চাঁচড়
লালফুল ও বসন্ত দেখা হ'ল না,
কেউ কি রেখেছিল কোনো ফাল্গুনে
গোপন মুঠোয় লাল নীল 
হলুদ আবির?
তাও জানা হ'ল না__
একাই মেখেছি শুধু চাঁচড়-ভস্ম
বসন্ত-ফাগের আশায়__

গোপীকান্ত নয়, এই জন্মে
ভোলানাথ হয়ে বাঁচি__

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য