মৃণালেন্দু দাশ

আক্রান্ত
১.
আজ খুলে বসেছি মহাভারত আর আছড়ে পড়ছে ঢেউ
পাতার পর পাতা উল্টে যাচ্ছি ,ঢেউয়ের সে কি গর্জন —ভেঙে
গুঁড়িয়ে যাচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গগুলি ৷ কূট নৈঃশব্দ ধ্বস্ত আঁধার —
স্তম্ভিত বিশ্ব — নতজানু অর্জুন ও অন্যান্য তাবড় তাবড়
মহারথীগণ ৷ শরশয্যায় শায়িত শতাধিক দেবব্রত !
২.
নিশ্চুপ নক্ষত্রমন্ডলীর মধ্য থেকে তীরের ফলার মতো
পৃথিবীর দিকে ধেয়ে আসছে তীব্র আলোকরশ্মি
আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি একে অন্যের থেকে
বিশ্বাস ভেঙে পড়ছে মুর্হু মুর্হু বজ্রবিদ্যুতে ,আক্রান্ত মনু
ব্যাসদেব উন্মত্ত ! প্রকট হচ্ছে যোনী ও অন্ধত্ব একসঙ্গে —

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য