মৌসুমী রায়
ময়নাতদন্ত
বেঁধে বেঁধে আছে
ব্যর্থ মজুতদার
সিগারেটে ছাই হওয়া কবি
ক্যাস্ট্রেটেড ধর্ষক
আর সুশীল নাগরিক
যে মেয়েটা রাতরং মুছে
ব্রায়ের স্ট্র্যাপ থেকে সরিয়ে রাখে
লুকানো টাকা সব লক্ষ্মীর ঝাঁপিতে
সেও কোজাগরী দিনে
পাঁচালীতে শুদ্ধ হয়
চন্দনচিতায় কাঙালীর রথ
তাকেও দেখায় অভাগীর স্বর্গীয় সুখ
যে শাড়িতে ঝুলেছিলো কড়িকাঠে সে
পঞ্চামৃত গর্ভাধানে মায়ের দেওয়া
নরম আদুরে টিয়ারং জমি
আলপথে সার দেওয়া মৃতদের স্তূপে
বর্ণবৈষম্য নেই বিদ্বেষ ও নয়
শুধু রাত অন্ধকার
একা জ্বলা জোনাকের আলো
ঢেকে দেয় লক্ষ্মীপেঁচা ডানার ঝাপটে
প্লাস্টিক আর পোড়া চামড়ার কটু বাতাসে
ঘেঁটুফুল সুর তোলে বিষাদধৈবতে
ঘেঁটুফুল সুর তোলে বিষাদধৈবতে
এক হয়ে যায় মহারাজা আর সনাতন মুচী
তুমি কি এখনো সেই প্রেমের মুরলি
যুগল ঝুলনে রবে মধু বৃন্দাবনে
পথে নেমে এসো
মৃতদের প্রতিবাদ মিছিলে
মোমবাতি প্রতিরোধে
সবাই জানুক এবার
প্রকৃত মৃত্যুরহস্য ....
অপূর্ব কবিতা
উত্তরমুছুন