রাজীব মৌলিক

 চিল

একটি চিল উড়ে গেলে
এখন আর দৌড়ে গিয়ে শুনি না
ওর ডানার শব্দ
কিংবা শিকারের কৌশল

এখন শুধু নির্জনতার গন্ধ শুকি
সূর্য ডুবে গেলে
সমস্ত নীল কমে আসে

আমি ওর মুছে যাওয়া দেখি
আর দেখি স্রোতহীন নদীটিকে

কীভাবে ব্যথাকে উপশম করে
গোপন করছে মলম



নির্জনতায়

এ নির্জনতা বড় অভিমানী
এর সানুতলে কোনো ভাষা নেই
কোনো ডাকহরকরা নেই
কোনো গান নেই

এক ফালি ভাঙা মেঘ আছে
এক কৃষ্ণচূড়া বিকেলের ঝরে পড়া শব্দ আছে
পথহারা নাবিকের সুর আছে

কারো কোনো চিঠি নেই
কারো কোনো ফেরা নেই

এ নির্জনতা যেন কবিকে প্রেমিক করে তোলে
প্রেমিককে করে তোলে কবি

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য