সোনালী ঘোষ


আই রিপিট


শুধু কয়েকটি চরিত্র আর খানকয়েক পাগলামি। টাটকা একটি জীবনের মধ‍্যে
কিছু মুহূর্ত।বদনামের ভয়ে চুমু খাওয়ার সামর্থ্য হারিয়ে ফেললে  মধ‍্যমানসিকতার মানুষের আউডোরে বিদেশী গান চালিয়ে শুধু মাতলামি করা ছাড়া উপায় নেই।বিশ্বাস ক‍রো, এই চড়াইউতরাই রাস্তায় জাস্ট সিটবেল্ট বেঁধে দীর্ঘ তালিকা নিয়ে খোঁজে বেড়িয়ে পড়ো।ভাবো একটি খুশবু রিদেম মেপে ঢুকে পড়ছে শরীরে আর প‍্যারাস‍্যুটে তুমি হাজার ফিট উপরে....কি দেখছো বলো তো?এই সব চোখ ঠোঁট নাকের উপমা দিতে যেও না।এই সব ন‍্যাকা প্রেমে পড়লে তোমার সন্দেহের প‍্যারামিটার চড়ে যাবে।মনে রেখো লং লাইফ স্টোরি বলে কিছু হয় না। টুক করে ভেসে গেলেই জীবনের চে' রঙিন কম্বিনেশন বুঝি আর নেই।





 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য