সজ্জ্বল দত্ত

 


পুঁজির স্বগতোক্তি

হারামির হাতবাক্স ছেলে 
খালি প্রশ্ন খালি প্রশ্ন 
অল্প ক'টা ভাত ছিটোলে এদিক তো 
                                   কাকের গুষ্টি 

মাঝেসাঝে তত্ত্ব খেলে সারবত্তা নষ্ট মাথায় 
সাইবেরিয়ার থেকে সাঁতরাগাছির ঝিল 
আমায় উড়তে দিলে তুইও মস্তিতে ওরে 
                                   থালা বাটি গ্লাসে 
এককড়ি ভিখিরিবাবু তিনকড়ি পাঁচকড়ি সাত...

কে হাসে রে আপনমনে 
পাকা হারামির হাতবাক্স ছেলে 
পুঁজির শুধুই পুঁজ ? 
খিদে পেলে ওই তবে চেটে চেটে খাস 





মন্তব্যসমূহ

  1. কবিতার এমন বন্ধুসুলভ ধার রমণীয়।
    এ কবিতা যেন নরম ছুরির শাণিত ফলাটির চকচক।

    উত্তরমুছুন
  2. কবি একটি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সব কবিতায় তা ধরা পড়ছে। এটিও তদ্রূপ। ভালো লাগলো।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  3. সেই তীব্রতর সিগনেচার।স্যালুট সজ্জ্বলদা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য