সুবিৎ বন্দ্যোপাধ্যায়
আয়না
এই
যে আমি কথা বলছি তোমার সঙ্গে
মাথার ভেতর বাঘ ডাকছে
নয়তো কুল কুল করে বইছে নদী।
এই
যে তুমি বর্ষার মত ছুঁড়ে দিলে
আমি লুফে নিলাম শব্দ।
কেন নিলাম!
কেন নিলাম!
যারা
গান গায় তাদের যেমন সুর ভাঙলে লাগে
আমাদের শব্দ।
শব্দ
পড়তে দিতে নেই।
কে জানে কখন সবুজ ক্যম্বিসের বলের মত
ড্রপ খেতে খেতে , ড্রপ খেতে খেতে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন