দূর্বা চট্টোপাধ্যায়
সত্যি-মিথ্যে
সত্যিটা হল - 'আমি চলে যেতে চাইনি।'
তার চেয়ে বড় সত্যি হল - 'আমি চলে এসেছি অনেক দূর। '
সবচেয়ে বড় সত্যি হল -' ফেরার পথ বন্ধ করে দিয়েছিলাম নিজেই।'
একটা ছোট্ট মিথ্যে - 'আমি এখনও তোমার মনেই বাস করি।'
একটু বড় মিথ্যে - 'আমি চলে যেতে চাইনি কোনদিন।'
সবচেয়ে বড় মিথ্যে হল - ' এই সত্যি আর মিথ্যেগুলো প্রায়ই জায়গা বদল করে, কিন্তু বাকি স্টেটমেন্ট ধ্রুবক থেকে যায়। '
অসাধরন লেখনী
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ!
মুছুন