সোনালী মিত্র


ক্যানভাস

পুটুস,আকাশ দেখে
আমি পুটসের বন্যসোহাগ  দেখি 
শ্যামলা গড়নে ভাঁজ-পড়া কোমরে অসংলগ্ন কাপড় খুঁজি 
বুনোশূকরের মাংসের পোড়া ধোঁয়া,মহুয়ার যুবতীপূর্ণিমায় 
পুটুস মাদিবাঘ হয়ে ওঠে  , হিংস্র দাঁতে ছিঁড়ে খায় হাড়-মাংস 
এইসব দেখি আর লুকোনো  শিকারিদের মতো 
ক্যানভাসে টুকে রাখি হরিণের বিশ্বাসী দৃষ্টি 

পুটুসের মাটিবুকে নিটোল  ডুমুরের-ফল আছে , 
আমি পুটুসের আদিমজঙ্গলের ঘাসপালা দেখি , চিবোই
চিবোনোর ফলসরূপ রস থেকে তৈরি হয় রং 
রসের মহিমায় আমার ক্যানভাসে জেগে ওঠে এক প্রত্ননারী
জ্যোৎস্নাবনে সে এক অদ্বিতীয়া জ্যোৎস্না , সামান্য নখের আঁচড়ে
ভেঙে যায় সে 

এগজিবেশন সৌন্দর্যের সমস্ত  সার্চলাইটটুকু কেড়ে নেয়  পুটুসমণি
আমি দর্শকের মুগ্ধতা ও নিলামের দর ধরে থাকি 
কালো রং থেকে আমার পুটুসরানি কর্পোরেট সভ্যতার দিকে 
হাঁটতে থাকে 






 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য