সৌমনা দাশগুপ্ত
প্রত্নমীড়
শ্বদন্তে কামড়ে নিই ভাষা
চুপচাপ জ্বলে ওঠে ঘাস
সবুজ ভ্রমণ ঘিরে জ্বর আসে
অলীক মহড়া ঘিরে জ্বর আসে
পাথরের ফুল
সে-ফুলে রক্ত দেব
হাড়ের বিবিধ শ্রম
আলগা ভ্রমের থেকে ফিরে আসে মাথা
ঘুম খুঁড়ি, খুঁড়ে তুলি পাতাল-যাপন
উঠে আসে ভরকেন্দ্র থেকে—ওংকার
ঠোঁটের জঙ্গম রাখে প্রগাঢ় শিলায়
হাওয়া পোড়াবার দিন
ধু ধু চিৎকার করে গাছ
প্রত্নমীড়ের ছবি… জ্বলে ওঠে ঘাস
'হাওয়া পোড়াবার দিন' কথাটি অসামান্য লাগলো। কবিতা সর্বাঙ্গসুন্দর
উত্তরমুছুনচমৎকার! মুগ্ধ হলাম শব্দের অনিন্দ্য রসায়নে। শুভেচ্ছা।
উত্তরমুছুন