শ্রাবণী গুপ্ত
অধ্যায়
একসঙ্গে হাঁটার জন্য যে মানুষ হেঁটে যায়
সে জানে পথ কতটা দীর্ঘ;
দীর্ঘ পথের শেষে হয়তোবা লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী কোন প্রস্তাব...
এক-দৌড় মাঠ পেরোনো সময়ের বুকেও যোজন ক্ষতদাগ!
এ যাবৎ হেঁটে আসা পথে কুড়িয়েছি মেধাবী রোদ
পার করেছি নিঃসঙ্গ উৎরাই
সে হেঁটে গেছে, পাশে পাশে
একসঙ্গে হাঁটার জন্য যে হাঁটে
সে কখনও পথ কাটে না
বরং
পথে পথেই সংগ্রহ করে নেয় পথচলার যাবতীয়
অধ্যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন