সুস্মিতা গোস্বামী সরকার


 

অদৃষ্ট


তালিকার বাইরে যা কিছু
ঝুলে আছে, ছিটকে গেছে  গুছিয়ে কাউকে দেওয়া  বা না দেওয়ার দক্ষতা তোমার।
আলো কম হোক বা বেশি.. ইন্দ্রিয় বোধের তারতম্যে বোধহয়
 তোমার একচ্ছত্র ইচ্ছা, 
কার জন্য কতটা পাওনা!
ছয় ষষ্ঠীর রাতে ধাইমা ঘুমে ঢুলে এলে..টুক করে পা ডিঙিয়ে চোরের মতন  ঢুকে যাবে
 আতুর ঘরে, শিকল এড়িয়ে.. 
নরম কপালে লিখে দেবে.. 

বিজয়ের ঠিক আগে  রণক্ষেত্রে, কতবার কার .. রথের চাকা ফেঁসে যাবে!




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য