মঞ্জরী গোস্বামী

 


শীতকাহন

আমার জনমভর শীত 
বহুদিন তুমি নেই 
ঘাসের বিছানা ছেড়ে কোথাও  যাই না
চুপ করে শুয়ে থাকি আচমকা বেলা চলে যায়  
কনুইয়ের নীচ থেকে  হঠাৎ যেন ফুরিয়ে যাওয়া কোনও  হাত
অভিমান ..... জমাট.........শীত 
কুয়াশায় ঢাকা পথ, 
গাছের ডালে নোলকের মত দোলে শিশির, বুনো আভা
ফেরোমোন  ধরে আসে স্মৃতি -সংলাপ, 
ঢেঁকিশালে ভাগ হয় বাক্যের সব অব্যয় , ছেদ , যতি


এসো প্রিয়তম 
চেয়ে দ্যাখো এতটুকু জটিলতা নেই
সামান্য ক্ষোভ ধিকিধিকি তুষের আগুন
বোবা জলার বুকে লাল সর হয়ে শুয়ে আছে
চঞ্চুতাড়নায় সেও কেমন সরে সরে যায়
আমার ওই একফালি আকাশের টান
তোমাকে নামিয়ে আনি , লজ্জা হয় , পাপবোধ জাগে
তুমি যাও সফল উড়ান
আলগা পালকটুকু ফেলে চলে যেও





মন্তব্যসমূহ

  1. যার বাক্যের অব্যয়, ছেদ আর যতির ভাগ হয় ঢেঁকিশালে তার কবিতায় স্তব্ধ হয়ে যাই যখন ক্ষোভ বোবা জলার উপর লাল সর হয়ে শুয়ে থাকে

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য