শিবাশিস মুখোপাধ্যায়


 খেলা


মধুর তোমার শেষ না পেয়ে, যদুর বাড়ি মশাগ্রাম
গিয়েই তাকে জড়িয়ে ধরে গড়িয়ে শেষে তুলকালাম!

সরিয়ে দিলাম একটু কারণ  সকাল বিকেল সব সময়,
মুহূর্মুহু কুহুর কামড়, ফালতু সময় নষ্ট হয়!

সাতটা দশে অ্যালার্ম দিলে ঘুমটা ভাঙে আটটাতে,
ছক সাজিয়ে দাবায় বসে মৌরুসী আর পাট্টাতে৷

দাবার খেলা খাবার খেলা, কে কাকে আজ খাচ্ছে, ভাই?
রাজা খাচ্ছে, রানি খাচ্ছে, লাঞ্চ টেবিলে যাচ্ছেতাই।

টেবিল ক্লথে নক্সা এঁকে বক্সাদুয়ার ঘুরতে যাই
শরীর খেলা খেলেছিলাম, কি দারুণ! কি যাচ্ছেতাই!






মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য