কুশল মৈত্র
ভয়ার্ত রাত
আজকাল প্রিয়জনের মৃত্যুতে অদ্ভুত ভয় আমায় পেষণ করতে থাকে। একাকী রাতটাকে খুবই ভয় পাই তখন। অন্ধকারে হারানো মুখগুলি চাগিয়ে রাখে আমায়। মায়াবী শরীরটা তখন ছুটে যেতে চায় মৃত মানুষটির কাছে। চোখবন্ধ করে শুতে পারি না। কেউ দেখছে নিয়ত ছায়ায় আমায়। আড়চোখে জিরো পাওয়ারের লাইটটাকে দেখি।
বিছানায় শুয়ে আছি পাথর শয্যায়। পাশে থাকা মানুষটি তখন স্বপ্নে বিভোর। আমি জেগে রয়েছি তখন জীবন্ত চুল্লিতে। লাশ হয়ে পড়ে রয়েছি ভোরের অপেক্ষায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন