অসিত মণ্ডল

 



শীতের কবিতা গুচ্ছ


জীবন গিয়েছে বয়ে আমাদের 
আনমনা নদীটির মত
দেখেছি শীতের সন্ধ্যা নেমে আসা
নদীর বুক জুড়ে নিভৃতে
অন্ধকার গাঢ়তর হলে
আলো খুঁজেছি আমরা 
অসমাপ্ত যাপনের কাছে

সময় গিয়েছে সরে কুয়াশার পরতের মত
আবেশটুকু রেখে অগোচরে 

সেই সব শীতের সন্ধ্যা আজও নামে অকপটে 
আমাদের ফেলে আসা মাটি দেশ গ্রামে



নদীর বুক থেকে উঠে আসছে 
অফুরান অতীতচারী হাওয়া
পাড়ের বাঁশঝাড়ে ঝিরঝিরে কাঁপন 

দূরে নিমরাজি স্রোতে ভেসে যাচ্ছে একা এক নীল শব

আমি অপলক চেয়ে থাকি 
কত দূর ফেলে এলাম 
রোদ-মাখা পৌষালি দিন

ঝরা পাতার নীচে চাপা পড়ে আছে চেনা বাল্যকাল



ঘূর্ণি হাওয়ায় পড়ছে খসে শুকনো পাতা
হয়তো তুমি পাশেই আছো সন্ধ্যাবেলা
হিমেল হাওয়া আসকারা দেয় চোখ ইশারায় 
ভাবনাগুলো খুব বেহায়া বেপরোয়া 

পথ পেরিয়ে হঠাৎ কখন ঝিলের কাছে
আলতো আলো ঝিমধরানো ঝাপসা সুদূর 
একটু দূরে ছোট্ট ডিঙি মাছবিলাসী
জলের ওপর সাহস করে নাম লিখেছি

একলা এসব সান্ধ্যসফর ভীষণ দামী 
নিজের সাথে বোঝা পড়া জনান্তিকে
পাতায় পাতায় হিম কুয়াশা ভ্রান্তিবিলাস 
আঁজলা ভরে জল তুলে নিই স্পর্শসুখে

হয়তো তুমি এসেইছিলে হাত ধরো নি
সন্ধ্যা নামার সঙ্গে উধাও বিষাদনামা
একটা চুমু চোখের পাতায় অতর্কিতে 
গহিন শ্বাসে রূপকথাময় চুপকথাতে


শূণ্যতাপুর

সাতসকালে ঘর ছেড়েছি    মধ্যদুপর
হাল ছাড়িনি খুঁজতে থাকি    পথের দিশা
ঘুরতে থাকি পুড়তে থাকি     ছন্নছাড়া 
ঝাপসা দুচোখ আর কত দূর    শূণ্যতাপুর?

এ পথ সে পথ আগানবাগান     ইচ্ছেসফর
জল ফড়িংয়ের খুনসুটি সয়    কলমিলতা
অপেক্ষাতে থমকে ছিল     রুগ্ন বাতাস
ফিসফিসিয়ে বলল শুধু,     'বলবি কথা'?

দুপুর গড়ায় বিকেল নামে    গল্পগাথায়
কমতি-আলোয় মুচকি হাসে    ঝিঙের মাচা
পথের ধুলোয় জেহাদ আঁকি     ছিন্ন-শেকল
বয়স হলে নিজের সাথে     অন্যবাঁচা


হিম শীতল স্বপ্নে

মর্গের টেবিলে ধবধবে সাদা কাপড়ে ঢাকা আমাদের  স্বপন 

সেই শেষ ছোঁয়া শবযানে ওঠানোর আগে

শেষটুকু দেখার সাহস হয় নি 

অথচ স্বপ্নে কি স্পষ্ট! 
চূর্ণী তীরে দাউ দাউ করে জ্বলছে চিতাকাঠ
পুড়ে যাচ্ছে প্রশান্ত এক ঘুম 

হিমেল বাতাসে ঘুরপাক খাচ্ছে ঝরা পাতারা 
ওই তো বৈঠা হাতে ও
নৌকা ভেসে যাচ্ছে মাঝ দরিয়ায়

ওই তো ফাঁসিতলা মাঠে খেজুরের রসচুরি শীতের সান্ধ্য মৌতাত 

ওই তো চড়ুইভাতি দুপুরে নদীপাড়ে মাংস রান্নায় মশগুল আমাদের স্বপন

ওই তো পুরনো রাজবাড়ির অন্ধকার  পাতালপথে 
টর্চ হাতে সবার আগে ও

চিতার আগুন   নিভে গেলে শীতল শূণ্যতা নেমে এল নদীপাড় জুড়ে 

স্বপ্নে এত কিছু 
অথচ সাহস হয় নি শেষটুকু দেখার




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য