শমিত মণ্ডল



পাহাড় ও অরুণিমা


নুড়িবিছানো পথ তাকিয়ে আছে তোমার দিকে---
কোন পথে যাবে তুমি ?তোমার মাথার ওপর
চিরসুন্দর আকাশ, তাতে সাদা মেঘের হুড়োহুড়ি
আপাতত বন্ধ বৃষ্টি তবু ভিজে আছে কদমের
পাতা। অনন্ত তোমাকে নিরাশ্রয় করেছে এমনি
ভাবছ তুমি! হায় তুমি আত্মগত

ক্লান্তির পদছাপ চিহ্নিত করেছি,এ তোমার‌ই
পায়ের। তুমি এগিয়ে চলো, পাহাড়ের পাদদেশে
বসত করো তুমি। সোনালী গমের খেত‌ এগিয়ে
আসুক তোমার দিকে

কাঠঠোকরার ব‌উ আর তুমি গর্ভবতী হ‌ও
একসাথে----- চাঁদ আর পাখিডাকা রাতে।




 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য