সম্পাদকীয়
শীতকাহন
কাবার্ড থেকে আদুরে সোয়েটার আলমারিতে উঠে গেছে সেই কবেই। সন্ধের কফি আর কুয়াশার মিতালিও এখন তলানিতে। কতদিন মাঝরাতে বৃষ্টি হয় নি। কতদিন জানালা খোলেনি পৃথিবী। গাছগুলো পাতাশূন্য থেকেছে কতদিন। এখন আবার সবুজের রেখা, রোদের হলকা, জানালায় বিরহিণী। মুখোশ খুলে এক আকাশ শ্বাস আত্মগত করতে বড় সাধ হয়। কফির ধোঁয়াটুকু উড়ে গেলে অলিন্দনিলয়ে জাঁকিয়ে বসে সম্পর্কের শীত। ঘনিষ্ঠ ঠোঁটের গায়ে লেগে আছে আধো আলো শীতের সকাল। ফেলে রাখা মাউথঅর্গ্যানে এখনো হিমেল স্তুতিগান। ভালো আছো, মেঘ? এই বসন্তে মনে মনে মেঘ আর মাঘ জপে যাই। বাতিঘরের তালা খুলি। ধূপধুনো দিতে দেরী হয়ে যায়। দূর সমুদ্র থেকে ভেসে আসে লবণাক্ত হৈম হাওয়া। একাকী জাহাজ তুমি, মৈথুন ভুলে মৃদুমন্দ কেঁপে ওঠো। জাহাজের ডেকে তখন ব্যক্তিগত গদ্য, কবিতারা বসন্তের অঙ্গে অঙ্গে বাজায় মায়া। বাতিঘরের আলোয় তখনো শীতকাহন আর আমাদের একত্রে জড়োসড়ো হয়ে বসে থাকা। প্যানিক অ্যাটাকের গায়ে যতটুকু কুয়াশা বা কাঁপন
লেগেছিল সেটুকুও কেটে গেলে ওয়েবজিনের পাতায় মুদ্রিত হয় অনিবার্য বয়ঃসন্ধি...
আনন্দঝোলা ঝুলিয়ে পারলে আরো একবার ফিরে এসো পলাতক শীত। রাশিফলে লেখা ছিল মাসের পয়লা তুমি আসছো ধাঁধার উত্তর হয়ে। অপেক্ষার প্রহর কাটিয়ে বাতিঘর আলো জ্বলে উঠতেই আবার একটি সম্ভাবনার সম্মুখে দাঁড় করিয়ে দাও আমাদের বিগত শীতলতা...
চাইলে বেছে নিতে পারো পলাশপুরের রাস্তা
অথবা একাকীত্ব হিম...
যথারীতি চমৎকার সম্পাদকীয়।
উত্তরমুছুনদারুণ হয়েছে সম্পাদকীয়। কাব্যময়।
উত্তরমুছুনপ্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজ সফলতা স্পর্শ করলো তাদের । সম্পাদকীয় পড়ে বুঝতে পারছি কতটা যত্ন নেওয়া হয়েছে প্রতিটা লেখার প্রতি । শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেইসব অগ্রগামীদের , যাদের কলম সমৃদ্ধ করেছে এই পত্রিকাকে ।🙏🙏🙏
উত্তরমুছুনবহু প্রতিক্ষার অবসান।সুচারু সম্পাদকীয়। ধন্যবাদ নয়,ভালোবাসা ।সহযাত্রীকে।আর যাঁরা লেখা পাঠিয়েছেন ,তাঁদের প্রতি কৃতজ্ঞতা ।বাতিঘর আলোকিত থাকুক।
উত্তরমুছুনখুব ভালো লাগল।
উত্তরমুছুনসম্পাদকীয় লেখাটা যেন চমৎকার কবিতা-সূচনা। অসামান্য মনোগ্রাহীতা
উত্তরমুছুনইহা সম্পাদকীয় নাকি কবিতা এই বিষয়ে ভ্রম উৎপন্ন হইয়াছে আমার হৃদয়ে।বিস্মিত ও মুগ্ধ হইয়া আছি,পাঠ শেষ করিয়াও।
উত্তরমুছুনসুন্দর কাব্যিক সম্পাদকীয়।সম্পাদক মণ্ডলীকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুন-- রাজদীপ ভট্টাচার্য
দারুণ
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুন