পলাশ দাস
দোলনা
১.
বাতাসেরা আসে
ফিরে যায়
মুগ্ধ বিস্ময়ে ফুলের শরীর জড়িয়ে ধরে রোদ
এখানেই কিছু কথা থেকে যায়
যে কথাগুলো বাকি পড়ে আছে
২.
চাষবাস খেলা শেষ করে
এখানে বসে আছে মাঠ
ধানের হলুদ ছোঁবে বলে
প্রত্যেক রাত হলুদ চুরি করে
মেঠো ইঁদুরের দাঁতে
লেগে থাকে কুয়াশা ও যাপন
ঝিমঝিম কুয়াশার নিচে
দৈর্ঘ্যের রাত
৩.
গ্রীষ্মে বর্ষাকে উদাসীন হতে দেখেছি
দেখেছি হাওয়ার শরীরে ভেসে গেছে মেঘ
মেঘের গায়ে গায়ে ভেসে উঠছে মুখ
ঢেকে গেছে পরিচিত অপরিচিত চোখ
গাছের ছায়ার মত কল্পনায় ভিজতে ভিজতে
ঠোঁট জুড়ে ক্রমশ শীত
৪.
জন্ম আর মৃত্যুর মাঝে
খোলা মাঠ
টুপ টুপ হিম
খোলা রাস্তা আর ভিজে যাওয়া পিচ
বাকি সব পড়ে থাকা বালি ধুলো
বাকি সব অপেক্ষা লেখা খাম
বিজ্ঞাপন বিরতির পর যেমন সিরিয়াল
৫.
শেষ থেকে কিছু শুরু হয়
হাঁটা পথ পড়ে থাকে
হাতে হাত
যদি দীর্ঘ জীর্ণতা বাসা ঘিরে ধরে
জন্ম
নেবে অনভ্যাস
তাই পথ হাঁটো
ফেলে যাওয়া পায়ের ছাপের পাশে
ফেলে পা
ঝরা পাতার মরশুম এলে
বিজ্ঞাপীত বোর্ডের পাশে
অতিক্রান্ত পথের হিসাব তুলে ধরেছে দোলনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন