মৌমন মিত্র
ব্যাকসিট
তখন ব্যাকসিট তখন অল্প আলো,নেশা ধরে
ঘাড়ে প্রথম ছুঁই ছুঁই আর সারা সন্ধ্যা মুগ্ধবাক্য
উড়ে যাবে কষ্ট কাচ কিছু ভুল মনেপড়াপড়ি-সুতো
ঠোঁটে ঠোঁটে শ্বাসবায়ু আর তার ছায়ামধ্যে ছন্নছাড়াপ্রপাত
'মিটিয়ে নাও সুখী হও' চোখে ভেসে ওঠে,তখনও দেখি
দ্রুত ছুটছে মেট্রোগামী রাত্রিশহর
সময় যদি শুরু থেকে, সময় যদি আরও একবার,কেন নয়?
বার বার এতবার আর ভুল সেই কবেকার !
হাতে হাত, বোঝো কি তা কাছে? হাতে হাত হয়তো-বা দূরেও
নিত্য সুখ,তা তো নয়,মন পেরিয়ে একা ফুসফুসের দানায় !
পুরু ঠোঁট ক্ষয়গ্রস্ত অট্টালিকার নীচে এমনই স্থির অথবা অস্থির
কাঁপে, শুঁকে নেয় যন্ত্রণা,শব্দচুম্বন এ ওর
প্রতি ভুল নতুন অধ্যায় সে বলিরেখায় জন্ম তোর!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন