অসিত মণ্ডল, নিলয় নন্দী
এক ... দুই ... তিন। "আত্মপ্রকাশ "... "পর্ণমোচী "... "রাবীন্দ্রিক "। বছরে চারবার প্রকাশের অভিপ্রায়ে মে মাসে তো আর অন্য নাম হতে পারে না।অতএব সম্পাদক যুগলের অপরজন কবি বন্ধু নিলয় নন্দীর ভাবনায় আর কারিগরী সম্পাদক মেঘনা চট্টোপাধ্যায়ের অনুমোদনে বাংলা সংস্কৃতির পিতৃপুরুষ ঋষিতুল্য দাড়িওয়ালা জমিদার তনয়ের নামেই সিলমোহর।