মঞ্জরী গোস্বামী


অপূর্ণ বিভা

 

এত অল্প শব্দ নিয়ে তোমাকে  ভালবাসতে এসে আমার খুব কষ্ট  হয়
ডানহাত বাড়িয়ে দেখি বাঁ' টি দৈর্ঘে ছোট
ওদের সমান করতে চুপিসাড়ে বেলা বয়ে যায়
তুমি মধ্যাহ্ন ভালবাসো
দু'হাতে ক্ষীণ প্রদীপ নিয়ে আমি আঁধার সরাই
মুছে ফেলি সেলাইকরা মলিন শাড়ি জামা
আকন্দ-ঝোপ থেকে শ্বাস ছাড়ে বৃদ্ধ খরিশ
সঙ্গিনী ছেড়ে গেছে চাতালের ভাঙা আলপনা

আমি কি তোমার  কথা ভরে নিতে পারি
উটের গলার মত আপোষি মজ্জায়?
সুরে স্বরে এ অবধি লেখা আছে চঞ্চু  তাড়ণা
ভীষণ ভীষণ ঠোকরানো আমার অভ্যাস

চোখ মেলে জেনে গেছি খাদ্য -খাদকের
সাদাকালো লালনীল বেপরোয়া  ফাঁস

পৃথিবীর  সব অশ্রু  ধরতে পারি নি
পারি নি স্রোতের বুকে লিখে দিতে
চিরশ্রী জীবনের গান

জেনেছি মৌনতায় আমায় আগুন হতে হবে
নক্ষত্র পোড়ায় যাকে অনন্ত কালের কোলাজে

মৃত্যুর মিছিলে ঘাড় গুঁজে  তীব্র প্রেম লিখে যাব
বাধা দেবে?
বলবে , এ কোন তালকানা স্বার্থপরতা!
এখন লেখ জীবনের মরিয়া জবানবন্দী মারীর আয়নাতে
লেখ অরণ্যের ছায়ায় মানুষের অনুতপ্ত হাত
প্রাণবায়ু খুঁজে আন শব্দের অলিতে গলিতে
হাল ধর জমিতে চালিয়ে দে সন্ততির অন্নবিলাস
বুকের ভেতর তবু  ফুঁপিয়ে কাঁদছে এক লোভ
এত মেঘ এত জল রোমকূপে এত চোরাটান
আমি শুধু চিনে গেছি ঘাম রক্ত স্রোতের স্বভাব
দূরের বিগ্রহ তুমি চলো আজ খোলা ছাতে চলো
ভীষণ ভিজবে তুমি আমি রাঙা চরণ মোছাব

তুমি কি আমাকে কখনও রেলব্রীজের নীচে দেখেছ?
হাত-পা মুড়ে যারা ঘা বেচে সারাতে চায় জীবনের চলমান ক্ষত?
গা গতরে ঘিন ঘিন খিদে আর বাসনা উকুন
চোখ মেলে পেতে দেয় জরায়ুর আদিম নকশা
নিজেও জানে না ওরা বীর্যের ভাসমান জন্মকণিকা
দূর বহুদূর থেকে তারাফুল হয়ে হয়ে ভেসেই আসছে

সবটুকু দুঃখ শুষে নিয়ে
কঠোর কঠিন হয়ে থেমে আছ
গাজনের প্রাচীন ত্রিশূল
কোথাও রাখি নি ত্রুটি,
নাও তেল নাও নাও সিঁদুরে রক্তজবায় ধারাস্নান
রমণীর ঘোমটায় ষড়রিপু
বেড়াল ছানার মত নিষ্পাপ দোল খায় ঘুমে
প্রভু তুমি সব জানো
এ পৃথিবী সেও এক নারী
তারই বিভঙ্গে খেলে প্রাণদায়ী হাওয়া
নিষিক্ত বীজ জানে
মৈথুন বিকল করে জড়তার কঠিন প্রাকার
তবে কেন মৌনতা
করাতকলের মত চিরে খায় আরব্য রজনী
চেয়ে দেখো মাধবীলতায়
আমি কোনো হিংসা রাখি নি




মন্তব্যসমূহ

  1. অপূর্ব নির্মাণ। কবি কে অনেক শুভেচছা।

    উত্তরমুছুন
  2. বাঃ পাঁচটি কবিতাই সুন্দর।

    উত্তরমুছুন
  3. অসামান্য নির্মাণ। সবকটি কবিতাই আপন বিভায় উদ্ভাসিত। অনেক শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  4. এইসব কবিতা যাঁরা পড়তে পাবেন না, খুব বড় একটা কিছু মিস্ করবেন। এমন লেখা পড়তে পাওয়া পাঠকের সৌভাগ্য।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য