সুবিৎ বন্দোপাধ্যায়


ভিজে ব-দ্বীপ


ঘন বর্ষায় তুমি অরণ্যের কাছে যাও না অরণ্য হেঁটে আসে !

বর্ষা ঘন হলে জনপদ অরণ্য হয়ে ওঠে , 
অরণ্য জনপদ। 
সমস্ত হরিণ তৃষ্ণার্ত ছোটে। 
জলতরঙ্গ শোনা যায় কানের কাছে। 
বাঘ জেগে ওঠে। 
ভাসতে ভাসতে পেরোয় 
মাতলা , রায়মঙ্গল , মুড়িগঙ্গার চর। 
ভিজে সপ সপ বেত বনে জিয়ন কাঠি 
ছুঁইয়ে দিলে আলেয়ার মত দপ করে জ্বলে ওঠে।
আলো ঘুরে মরে। 
আলো ভিজে চলে। 
আলো নিভে যায়। 
অন্ধকারের বন্ধ দ্বারের কাছে
জ্বল জ্বল করতে থাকা ভাটার মত 
বড়ে মিঞার চোখ তখনো কি বলতে চায় যেন।





 

মন্তব্যসমূহ

  1. আলো ভিজে চলে।
    আলো নিভে যায়।
    অন্ধকারের বন্ধ দ্বারের কাছে
    জ্বল জ্বল করতে থাকা ভাটার মত
    বড়ে মিঞার চোখ তখনো কি বলতে চায় যেন।
    --ভালো লাগল আপনার কবিতা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য