পারমিতা মুন্সী
সম্মোহন
চোরাবালি দিয়ে সীমানাঘেরা এই বধ্যভুমি,এই আমার ঘর।
এখানে রাস্তায় যত্র তত্র ছড়ানো থাকে জং ধরা পেরেক,
শূণ্যে ঝুলে থাকে শানানো তরোয়াল। এই আমার সংসার।
গেরস্থের আঙরাখা ঝোলে এখানে। বিছানায় মসলিন চাদর।
পারলে একদিন এখানে এসো।দুজনে মিলেই এসো।
চা বিস্কিটের সঙ্গে রাতের খাবারও খেয়ে যেও পারলে।
আহারে লবণ থাকবে। আর মরিচ সংখ্যার আধিক্যে।
বোঝ তো তোমাকে মন্ত্রমুগ্ধ করতেই এহেন মৌলিকতা।
তুমি একবার অন্তত এসো। খুশি হও।সমগোত্রীয় ভাবো।
এখানে রাস্তায় যত্র তত্র ছড়ানো থাকে জং ধরা পেরেক,
শূণ্যে ঝুলে থাকে শানানো তরোয়াল। এই আমার সংসার।
গেরস্থের আঙরাখা ঝোলে এখানে। বিছানায় মসলিন চাদর।
পারলে একদিন এখানে এসো।দুজনে মিলেই এসো।
চা বিস্কিটের সঙ্গে রাতের খাবারও খেয়ে যেও পারলে।
আহারে লবণ থাকবে। আর মরিচ সংখ্যার আধিক্যে।
বোঝ তো তোমাকে মন্ত্রমুগ্ধ করতেই এহেন মৌলিকতা।
তুমি একবার অন্তত এসো। খুশি হও।সমগোত্রীয় ভাবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন