সঞ্জিত দাস


এ কোন সকাল ?

জীবনানন্দ লিখেছিলেন, 'পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন' ৷ সেই প্রেক্ষিত ছিল আলাদা সময় ছিল ভিন্ন ৷ কিন্তু কবির এই শব্দবন্ধের আক্ষরিক অর্থ আজ বড় প্রাসঙ্গিক ৷পৃথিবী এখন বিপন্ন ৷ সভ্যতার এখন সংকট ৷অবশ্য আমাদের অভিজ্ঞতা নতুন হলেও পৃথিবীর বুকে এ ঘটনা নতুন নয় ৷সর্বশেষ ১৯১৮ সালে পৃথিবী দেখে ছিলো Spanish Flue নামে এক মহামারী ৷ যা চলেছিলো ১৯২০ সাল পর্যন্ত ৷তাতে মৃত্যু হয়েছিলো দশ কোটি মানুষের ,ভারতবর্ষেই প্রায় এক কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন ৷ প্রায় একশ বছর পর এ যেনো তারই পুনরাবৃত্তি ৷ covid -19 ,যা করোনা নামেই  সভ্যতার কাছে পরিচিত ৷
এ এক নতুন চ্যালেঞ্জ ,যা প্রতিস্পর্ধী শক্তি হয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে ৷অসহায় করে তুলেছে সমগ্র মানব জাতিকে ৷ বিজ্ঞান প্রযুক্তি ও যেনো  নত জানু এই মারণ বীজের কাছে ৷ গতিশীল জনজীবনে স্তব্ধতার বলিরেখা ! অসহায় মানবজাতি  স্থলকূল খুঁজে পাচ্ছে না কোথায় ভিড়াবে  তার অভ্যাসের নৌকো ৷  গান ভাঙা ভোর আর আসে না ৷ পাখিদের কাকলি ও আর কোন ঈঙ্গিত বহন করেনা সম্ভাব্য 
 কোন কবিতা সৃজনের ৷ কৃষকের পাঁয়ের চিহ্ন আঁকা পড়ছে না  শস্যখেতের বিস্তৃতপটে ৷শ্রমিকের পটু হাতে কারখানায় জেগে উঠছে না বাহারী আর ব্যবহারী প্রতিদিনের কোনো আনুষঙ্গিক ৷ গবেষণারত 
আমাদের আদরের , ভালোবাসার , শ্রদ্ধার স্বজনরা যেনো কিংকর্তব্য বিমূঢ় ৷ রাষ্ট্রনায়কদের চিন্তার বলিরেখা আজ আর গোপনীয় নয় ৷
শিক্ষাঙ্গনের কুশীলবদের অনুপস্থিতি  ফিকে করে তুলেছে সভ্যতার রঙ ৷ পারস্পরিক অবিশ্বাস আমাদের ক্ষীণ করে তুলছে প্রতিদিন ৷
প্রশ্ন উচ্চারিত হচ্ছে মনের গহনে এ কোন সকাল ?
অচেনা , অজানা শুধু নয় ৷ ভয়ংকর  , বিপদের গন্ধে টইটম্বুর ৷ যেনো চেনা পৃথিবীকে দেখছি অচেনার গাম্ভীর্যে ৷  তবে দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ঝড় থেমে যাবেই ৷পৃথিবী আবার শান্ত হবেই ৷ তাল ,লয় আর ছন্দ ফিরে পাওয়া পৃথিবী আবার ভরে উঠবে ভৈরবীর সুরে , সে সুর মিলে যাবে পূরবীর রাগে ৷  ফাগুনের ফাগের মতো ছড়িয়ে পড়বে আনন্দের রঙবাহার ৷
কৃষকের মাঠ , শ্রমিকের কারখানা ,  শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন  আবার ব্যস্ত হয়ে উঠবে তাঁদের পদচিহ্ণে 
৷  গবেষণাগার আবার গর্ভিণী হবে , শিল্প সংস্কৃতির অঙ্গন আবার ফলবতী হবে ৷ আমাদের পৃথিবী আবার  আমাদের হবে ৷
 কিন্তু এই মধ্যবর্তী সময়ে  যারা ভেঙে গেলো , দুমড়ে মুচড়ে গেলো যাঁদের সংসার , অর্থনীতির কূটকৌশল যাদের অধীগত নয় , যাঁরা সবচেয়ে কম খেয়ে কম পড়ে আমাদের জীবন্ত রেখেছে ,আমাদের জীবনে জ্বেলেছে রঙমশাল , তাঁদের কথা ভাবা হবে তো ? তাঁরা এই অভিশপ্ত সময়ের শিকার হয়ে ঐতিহাসিক  নিদর্শন হয়ে  যাবে না তো? তা যদি হয় তা হবে তোমার পাপ আমার পাপ ৷
 সত্যি যদি এই  ম্লান মূক মুখেদের কথা না ভাবা হয় যদি তাঁদের কে সমাজের মূল স্রোতের অঙ্গীভূত না করা হয় ৷ তাহলে কবি সুকান্তের ভাষায় বলি ৷
"তা যদি না হয় ,বুঝব
তুমি তো মানুষ নও—
 গোপনে গোপনে 
 দেশদ্রোহীর পতাকা বও ৷"

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য