তৃষ্ণা বসাক



 ওকে ফিরিও না লাইব্রেরি


ঘুম ভাঙ, লাইব্রেরি?
সারারাত তোমার বাগানে, দাপিয়েছে ঝোড়ো হাওয়া,
অশোক গাছের ফুল উড়ে উড়ে চোখে ঢুকে গেছে,
আমরা যারা বৃক্ষটির কাছে
করজোড়ে প্রার্থনা করেছি-
ফাঁক হও হে বৃক্ষদেবতা,
আমরা  লুকোই,
তারাও আড়াল থেকে দেখেছি
ঝনঝন  তরবারি...
 
দেখেছি মেঘের রক্ত কুর্চি ফুলে লেগে,
ভিজে পাতা মাড়ানোর শব্দ হয় না,
তাই তুমি জানতে পারোনি,
বজ্রবিদ্যুৎময় রাত্রি শেষে
শান্ত প্রভাতে,
তোমার দরজায় এসে দাঁড়িয়েছে
এইমাত্র, যে তোমার প্রথম পাঠক,
দরজা খোলো, লাইব্রেরি, ওকে ফিরিও না।









মন্তব্যসমূহ

  1. মন জুড়িয়ে গেল এত সুন্দর একটি কবিতা

    উত্তরমুছুন
  2. দারুণ তৃষ্ণাদি। "দরজা খোলো, লাইব্রেরি, ওকে ফিরিও না।
    "

    উত্তরমুছুন
  3. খুব ভালো লাগলো। শুভেচ্ছা অনেকখানি।

    উত্তরমুছুন
  4. "দরজা খোলো লাইব্রেরী, ওকে ফিরিও না" এই আন্তরিক আকুতি ছড়িয়ে যাচ্ছে ধমনী শিরায়। পাতা উল্টোচ্ছে বই। পড়ে ফেলছি অক্ষরসমগ্র।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য