শুভশ্রী সাহা
দুঃখ মুছতে পারলে
তুমি বললে, দুঃখ পেয়েছ বড়ো,
আমি বললাম তবে আর কেন
দুঃখ থেকে দূরে সরে থাকো।
স্নানঘরের ফেনায় ভেসে যেতে দাও
দুঃখকে, সুগন্ধি ছড়িয়ে যাক
তোমার সেই অবিশ্বাসী নালিঘরেও
পাহাড় বৃষ্টি মেঘ ক্লিশে প্রেমের গল্প
এ যাবত যত নিভৃতের আলাপ
কাঁচ ভাঙা জোছনার বাসনা কুসুম
কাছে গেলেই খাদের ফাটল।
মেঘ ধরে যত জলভার,
ঢেলে দেয় তুমুল বৃষ্টিপাত
ভেসে যায় ধূলিকণা, আষাঢ় শ্রাব্য,
দুঃখের মত ওড়ে গুঁড়ো গুঁড়ো কালো।
স্খলনের পরে সব শান্ত
মাটির সোঁদা গন্ধ, বীজধানের গান
নারী জানে চরিত্র বৃত্তান্ত
দু:খ মোছার জন্য বৃষ্টিপাত, ভালো।
দারুণ লাগল।
উত্তরমুছুনবৃষ্টি ভালো...
উত্তরমুছুনস্নানঘরে বৃষ্টিপাত। নিভৃত আলাপ ধুয়ে যায়। দুঃখ ধুয়ে যায়। তবু শ্রাবণ...
উত্তরমুছুনদুঃখ মোছার জন্য বৃষ্টিপাত খুব ভালো।
উত্তরমুছুনবেশ।
উত্তরমুছুনভালো লাগলো খুব। শুভেচ্ছা অফুরান।
উত্তরমুছুন