শ্রী সুতীর্থ
জল ফড়িং
জলের গভীর থেকে জন্ম নিয়ে দিনের উজ্জ্বলতম রোদে গা ভিজিয়ে বসে থাকে জলে পোঁতা লাঠির ডগায়
বিচিত্র রঙের পালক গুলো তাদের অনবরত মেলা থাকে এই পৃথিবীর সুখকর ও দুঃখময় দিনে
তাদের চোখের দীপ্ততায় ভোরে থাকে আসমান-জমিন , ফুঁটে থাকে হৃদ-পদ্মে কুসুমিত প্রেম ; যা অল্প দিন বাঁচে।
জল ফড়িং ।
দশম শ্রেণীর ছাত্রী রাবিয়া সারিয়া সানজিদা এরাওতো ওই অমলিন ফড়িংয়েরই মতো,
তাদের ছুঁতে নেই, ধরতে নেই, কক্ষনো ছিঁড়তে নেই ডানা
শুধু ব্যাধি মুক্ত হবার জন্য
সমস্ত স্পর্শের বাইরে থেকে তাদের পবিত্র হৃদয়ে আমি এগিয়ে দিই আমারই হৃদয় আধখানা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন