শুভঙ্কর দাস
মেঘমদিরমোহ
কোথা থেকে আসবে বলেনি,একবারও
অথচ এসেই শুধু উচ্চারিত হল একটি শব্দ, অশ্রু।
ঈশ্বরের পোশাক অশ্রুর হয়,এমন কি ব্রহ্মান্ড...
কিছুটা দ্বিধা রেখেছি,দ্বন্দ্বের পাত্রে,আয়নামতি।
নীরবতা সব বৃষ্টি হলে,এক জন্মে অযুত ক্ষতি।
খুচরো অভিশাপ রেখেছি,মাটিতে,যতটা পারো শস্য বাঁচাও!
এবার ধান হলে,আমি মুষলধারে হয়ে যায় তুষের আগুন,
কোনো মুখোশই স্পর্ধা দেখাতে পারবে না
সেকথা মাথা নত করে জানিও...


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন