প্রত্যূষা সরকার


 আজকাল সহবত শিখছি


বিলুপ্ত হাওয়ায় স্বর্গদেবতাদের ভিড়।
নিশ্বাসে আশ্বস্ত সময়ের যোগরেখা।
সমস্ত ঘর চোখ বোজে। জানলায় অবিরাম দিনকাল।
পর্যাপ্ত আদর পেলে চায়ের কাপে সাদা ছোপ পড়ে।
আমিও আঙুল এগিয়ে রাখি।
পেন্সিলে দু-চারটে ব্যাকস্পেস... 
এসব প্রেম স্বার্থ চেনে না, কোনও রকম সমার্থক নেই।
ফুরিয়ে যাওয়ার হদিস পেলেই ফুরিয়ে যেতে চায়।
আমি দায়বদ্ধতাহীন জ্যান্ত শালিখ।
বাসা বদলে নেওয়ার পর সীমান্ত আগলে বসে থাকে অন্ধ প্রেমিক।






মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য