শান্তনু দাস

 

রোববার মাখা সিঁড়িতে সকালের ট্রেন মিস
দোতলা আকাশ থেকে ভাগফল মেলাতে মেলাতে সন্ধ্যা নামে সূর্যে
সেজো অন্ধকারে উড়ে আসে বড় বিকেলের ফড়িং।
টানটান বুনন আর মুঠোয় ভরা  শৈলোৎক্ষেপ
বৃষ্টির ভিতর জল মাপা ঈশ্বর আমার পরিচিত
পায়ের মাপে মাপে ভয়ের খনিজ
থ পর্যটনগুলো পিছুটান, শীতকণা পেরিয়ে
শরীর থেকে খুলে ফেলে আশ্রম
ক্রমশ পোষমানা অন্ধকারে, তখন
দ্বিতীয় বর্ডার ভেঙে নিজেই নিজের বিরুদ্ধ সৈনিক।  




মন্তব্যসমূহ

  1. অসাধারণ শুরু। তারপর টানটান বুনন। তবু কবি থ হয়ে গেলে আমাদেরও পিছুটান। শরীর থেকে খুলে ফেলি আশ্রম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য