নিলয় নন্দী

 


দুপুর ল্যান্ডস্কেপ

ইহকাল পরকাল আর শরীরী কিউমুলোনিম্বাস

জানালার পর্দা উড়ে গেলে জোড়া মালভূমি শুদ্ধসারং 
দরস বিন লাগে দুখন জিয়া...

এখন দুপুর। বালিশ জুড়ে মায়া। যামিনীপ্রস্তাব।
রাস্তা জুড়ে হেঁটে যায় একমাথা কোঁকড়ানো চুল
তানপুরা সন্ধানী চশমা আর আলসে সাইকেল।
সের পোয়া ছটাকে মেঘ মেপে যায় 
বারিধারা জামার বোতাম। খুলে দিলে অকুস্থলে ডুব।

ডুবুরি চিনেছে সেও...
আড়চোখে দেখে নেয় রাস্তা পারাপার। 
দুলে যাচ্ছে সবকটি জানালা, ওপারের ভায়োলিন। 
আষাঢ় পেরিয়ে যায় শ্রাবণ নিরুপায় 
শুধু মেঘ। মেঘের অভিমান। অনুতাপ, পিছুটান। 

পাখিও মেঘাচ্ছন্ন আজ 
আড়বাঁশি হারিয়ে গেলে হারিয়ে যায় নদীর রাস্তা 
কতটুকু দৃষ্টি বিনিময়! কতই বা আয়ু!
চুম্বন যৌনতা ফ্যান্টাসি বলয়ে ঢুকে গেলে
বৃষ্টিতে ভেসে যায় দুপুর ল্যান্ডস্কেপ... 

ভেসে যায় রাধাচূড়া, শ্যাম সাইকেল, কাল্পনিক সংলাপ 






মন্তব্যসমূহ

  1. ভেসে যাওয়ার মতোই কবিতা। ভারি সুন্দর।

    উত্তরমুছুন
  2. এমন ভালো লাগা জড়িয়ে থাকে যে ভেসে যাই,বারবার

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর। এতো মেঘ। এতো গভীর শ্রাবণ।

    উত্তরমুছুন
  4. ভেসে নয়, ডুবে গেলাম। আহা, কি করুণ কোমল অথচ উজ্জ্বল কবিতা আবেশ ছড়িয়ে পড়ল!

    উত্তরমুছুন
  5. কবিতার আঙ্গিকে ভেসে গেলাম। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।

    উত্তরমুছুন
  6. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য