নিলয় নন্দী
দুপুর ল্যান্ডস্কেপ
ইহকাল পরকাল আর শরীরী কিউমুলোনিম্বাস
জানালার পর্দা উড়ে গেলে জোড়া মালভূমি শুদ্ধসারং
দরস বিন লাগে দুখন জিয়া...
এখন দুপুর। বালিশ জুড়ে মায়া। যামিনীপ্রস্তাব।
রাস্তা জুড়ে হেঁটে যায় একমাথা কোঁকড়ানো চুল
তানপুরা সন্ধানী চশমা আর আলসে সাইকেল।
সের পোয়া ছটাকে মেঘ মেপে যায়
বারিধারা জামার বোতাম। খুলে দিলে অকুস্থলে ডুব।
ডুবুরি চিনেছে সেও...
আড়চোখে দেখে নেয় রাস্তা পারাপার।
দুলে যাচ্ছে সবকটি জানালা, ওপারের ভায়োলিন।
আষাঢ় পেরিয়ে যায় শ্রাবণ নিরুপায়
শুধু মেঘ। মেঘের অভিমান। অনুতাপ, পিছুটান।
পাখিও মেঘাচ্ছন্ন আজ
আড়বাঁশি হারিয়ে গেলে হারিয়ে যায় নদীর রাস্তা
কতটুকু দৃষ্টি বিনিময়! কতই বা আয়ু!
চুম্বন যৌনতা ফ্যান্টাসি বলয়ে ঢুকে গেলে
বৃষ্টিতে ভেসে যায় দুপুর ল্যান্ডস্কেপ...
ভেসে যায় রাধাচূড়া, শ্যাম সাইকেল, কাল্পনিক সংলাপ
খুব ভালো লাগল।
উত্তরমুছুনভালোলাগা
মুছুনভেসে যাওয়ার মতোই কবিতা। ভারি সুন্দর।
উত্তরমুছুনআপ্লুত
মুছুনএমন ভালো লাগা জড়িয়ে থাকে যে ভেসে যাই,বারবার
উত্তরমুছুনআনন্দ
মুছুনমধুর একটি কবিতা
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনআহা!
উত্তরমুছুনবেশ
মুছুনখুব সুন্দর। এতো মেঘ। এতো গভীর শ্রাবণ।
উত্তরমুছুনপ্রাপ্তি
মুছুনভেসে নয়, ডুবে গেলাম। আহা, কি করুণ কোমল অথচ উজ্জ্বল কবিতা আবেশ ছড়িয়ে পড়ল!
উত্তরমুছুনআনন্দ
মুছুনভীষণ ভালো লাগল
উত্তরমুছুনকবিতার আঙ্গিকে ভেসে গেলাম। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুনআপ্লুত
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনভালো লাগলো দাদা
উত্তরমুছুনআনন্দিত
মুছুনখুব খুশি হলাম
উত্তরমুছুন