শুভদীপ রায়

 



লুসি এবং ভ্রমর-ব্যাকরণ

এই স্পর্ধা সংলাপ অবদমিত সুখ খোঁজে জীবন সৈকত জুড়ে
দেখি - প্রতিজ্ঞার উপকূলে অবজ্ঞার সুর আর 
মৌনতায় উহ্য রাখে শঙ্খ-স্মৃতিরেখা 
তবু মিশেল বুঝিনা বন্ধনের, বুঝি শুধু অক্ষরের ঘ্রাণ 

যতটা পাপবোধে সম্পর্ক বিনাশ  
তার কিছু আবহ শুধরে নিলে ভুল কি কিছু হোতো ! 

অথচ -- তুলোট ভাবনার দেশে পাখিবিহ্বল 
ইদানিং এই সকল অযাচিত দিন গুজরান অসহনীয় হয়ে ওঠে 
যেন, শব্দের মান্যতায় আবেগ অপব্যয়!

একদিন আমাকেও সে রাঙিয়েছিল লাবণ্যমুহূর্ত  
আর অস্থাবর স্বপ্নের দেশে কথার প্যারাস্যুট
যেন নিভৃতে ভাসিয়ে দেওয়া ঠোঁটের সাম্পান অথবা -- 
তার চোখে আস্থা রেখে, এঁকে রেখেছি অভিমান বসন্ত  
তবু কথাগুলি ধ্রুপদি চিত্রের মত বুকের ক্যানভাসে 
যেন ফাগুন পরব ঘিরে ভ্রমর ব্যাকরণ




মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সোমা দত্ত

সব্যসাচী মজুমদার

সৌম্যজিৎ আচার্য