অমিতাভ দাস
না বলা কথারা
এখন তোমাকে ওঁরা ডাকছে না
কাল ডাকবে।
তুমি লিখে চলো ভূর্জপত্রে যত...
তুমি কবিতার কাছাকাছি পৌঁছে গিয়েছ
শব্দের সমারোহে।
তোমার যাপিত জীবন থেকে উঠে আসছে
আম্রবৃক্ষ, বিল্বমূল...
তুমি কবিতার কাছাকাছি পৌঁছতে চেয়ে
ধরে ফেলেছিলে আমার আঙুল...
আমাদের নীরব গল্পচর্চার শরীর থেকে
জেগে উঠছেন অমিয়ভূষণ।
তুমি যাকে বন্ধু ভেবেছিলে সে তোমার
অমায়িক শত্রু বুঝতে বুঝতে
বটের ঝুরি নেমে গেল সন্ধ্যা-আঁধারে।
আমাদের অলৌকিক দাহ
আমাদের বন্ধু বন্ধু খেলা
আমাদের বুঝতে না পারা লেখা
অক্ষত যোনীর সেই মেয়েটির কাছে ছুটে যাচ্ছে
বাংলা কবিতার সেই সব শব্দগুলি
যা আদতে ধূলি-মলিন...
তোমার চুম্বনের মতো সহজ, স্বাভাবিক
ঢেউ তবু নীল, আঁকা আর বাঁকা...
তোমার বন্ধুবৃত্তে বসে আছে কাক,
চিল ও শকুন...
আমাদের আরো ভালো করে পথ চিনে নিতে হবে সখি
আমাদের আরো ভালো করে পড়ে নিতে হবে
বিভূতিভূষণ। আমাদের হলদে হওয়া বিকেলের গায়ে
লিখে রেখো মাটি খোঁড়া পুরোনো রাস্তা,
বিড়ম্বিত আত্মহনন।
লিখে রেখো বিষাদ-সুন্দরীর পাশে একটা আহত, অনাঘ্রাত লালপদ্মের ব্যথা...
কবিতার কাছাকাছি পৌঁছতে হলে ধরে নিতেই হবে না বলা কথাদের আঙুল।
উত্তরমুছুনআপনার মতামত পেয়ে আনন্দিত। ভালো থাকবেন।
মুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুনপ্রাপ্তি🙏🙏
মুছুনভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ সৌমী।
মুছুনখুব ভালো লাগল কবিতাটি।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ।
মুছুনভালো লাগলো।
উত্তরমুছুন