সম্পাদকীয়
'আত্মপ্রকাশ 'সংখ্যা দিয়ে যাত্রা শুরু। তারপর একে একে 'পর্ণমোচী ',' রাবীন্দ্রিক','অসময় ' হয়ে 'হিমকথা '।থমকে গেল।আমরা বুঝলাম ব্লগজিন প্রকাশনা পথে মোটেই ফুল ছড়ানো নেই, বরং কাঁটা বিছানো। কিন্তু ঐ যে সুমনের গান--'হাল ছেড়ো না বন্ধু... '।তাছাড়া মহাকবি শেক্সপিয়ার তো কবেই তাঁর 'A Midsummer Night's Dream ' নাটকে বলে গেছেন --- "The course of true love never did run smooth. " অতএব সাময়িক দ্বিধা -দ্বন্দ্ব কাটিয়ে, বিভ্রান্তি পেরিয়ে আবার যাত্রা শুরু। এখনও অসুস্থ পৃথিবী। দেশে দেশে ভাইরাস ত্রাস।দ্বিতীয় ঢেউ স্তিমিত হতে না হতেই তৃতীয় ঢেউয়ের উঁকিঝুঁকি। কাছে দূরে কত প্রাণ চলে গেল অকালে। জানি না পৃথিবী আবার কবে সুস্থ হবে।আবার কবে মুখোশ খুলে রেখে প্রাণ ভরে নেব শ্বাস। ঋষি তুল্য কবির কথায় ---- 'আছে দুঃখ,আছে মৃত্যু, বিরহদহন লাগে। /তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ' তাই আবার আমাদের যাত্রা আয়োজন। আবার দুঃসাহসী ডানা মেলা। 'বাতিঘর ' যারা আলোকিত রাখে তারা সমস্বরে গুগল মিটে বলে -- 'আয় সবে বেঁধে বেঁধে থাকি '...ব্যাস।...